ePaper

রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

মনির হোসেন বাবুল, রামগঞ্জ

রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগঞ্জ পৌর প্রশাসক সাঈদ মোহাম্মদ রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার প্রাপ্ত রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং মাহমুদ ফারুকের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন বাবুল, সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইকবাল খন্দকার শান্ত, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম অর্থ সম্পাদক, রাজু হোসেন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সাকা, মো. এমরান হোসেন পাটওয়ারী, মো. মাসুদ রানা মনি, এমরান হোসেন রাজন। সদস্যদের মধ্যে ছিলেন একেএম মিজানুর রহমান (প্রকাশক ও সম্পাদক, এস এম বাবুল বাবর, শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, রহমত উল্যাহ পাটোয়ারী, জাকির হোসেন মোস্তান, বেলায়েত হোসেন বাচ্চু, ওমর ফারুক পাটোয়ারী, জাকির হোসেন সুমন, হালিম খাঁন লিটন, আউয়াল হোসেন পাটোয়ারী, আফরোজা রহমান রাঙ্গা, ছায়েদ হোসেন ইয়াসিন, পারভেজ হোসাইন, আবদুর রহমান, তপন মজুমদার, সাফায়েত হোসেন, কনক মজুমদার, এবং মো. নুরুন নবী গাজী। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত ভূমিকা, গণমাধ্যমের স্বাধীনতা এবং উন্নয়নমূলক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ রবিন শীষ বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই একসঙ্গে কাজ করলে সমাজের উন্নয়ন সম্ভব। রামগঞ্জের উন্নয়ন, জনসেবার স্বচ্ছতা ও সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে আমরা আরও সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারবো। আপনারা সত্য ও ন্যায়ের পথে অটল থাকুন, দায়িত্বশীল সাংবাদিকতা করুন, প্রশাসনের ভুল-ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরুন এবং জনস্বার্থে কাজ করুন। এ আয়োজন সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিত ব্যক্তিরা অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *