ePaper

রামগঞ্জে স্মার্ট একাডেমিতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

মনির হোসেন বাবুল, রামগঞ্জ

লক্ষ্মীপুরে রামগঞ্জে গতকাল রোববার ২ দিন ব্যাপী সনি স্মার্ট আই কেয়ার ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রামগঞ্জ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডস্হ নরিমপুর স্মার্ট একাডেমিতে এই ক্যাম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাস, স্মার্ট টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম। সনি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি স্মার্ট পরিচালক তানভীর হোসাইন, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহাপরিচালক মুহাম্মদ কামরুল ইসলাম সানজিদ, সনি স্মার্ট উপ মহাপরিচালক আজাদ রহমান সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জহিরুল ইসলাম বলেন, সম্পূর্ণ জনকল্যাণমূলক একটি সংস্থা স্মার্ট ফাউন্ডেশন। মূল লক্ষ্য ও উদ্দেশ্য আমার জন্মভূমি রামগঞ্জ- লক্ষ্মীপুরের মানুষের জীবনমানের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। আমরা স্মার্ট ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা বাস্তবায়নের পথে হাঁটছি। অতীতে ও নানা ধরনের স্বাস্থ্য সেবা কর্মসূচি বিশেষ করে প্রতিবছর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই অঞ্চলের শিশুদের জন্য বিনামূল্যে আধুনিক প্রযুক্তির সুন্নতে খৎনার ব্যবস্থা করছি। এরই ধারাবাহিকতার স্মার্ট একাডেমিতে শুরু করা হলো দুদিনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি। এখানে নিবন্ধিত ১০০০ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রোববার ও সোমবার দুদিন ব্যাপী চক্ষু রোগীদের বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনীয় ঔষধ ও চশমা দেওয়া হচ্ছে। বাছাইকৃত রোগীদের ফ্যাকো পদ্ধতিতে বিদেশি লেন্স ব্যবহার করে ব্যথা মুক্ত সেলাই ও রক্তপাত ছাড়া বিনামূল্যে ছানি অপারেশন ব্যবস্থা করা হচ্ছে। এই ছাড়াও বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের পাশাপাশি রামগঞ্জ থেকে ঢাকা যাতায়াত ও হাসপাতালে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *