রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কালুপুর গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে তাজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করছে দুর্বৃত্তরা। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে কেউ দেখেনি। নিহত তাজিয়া বেগম কালুপুর গ্রামের ক্বারি সাহেব বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী। জানাগেছে, নিহতের স্বামী আব্দুল মান্নান মঙ্গলবার রাতে এশার নামাজের আযান শুনে নামাজ পড়তে মসজিদে যান। পরে নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রীর গলাকাটা রক্তাক্ত লাশ মাটিতে পড়ে রয়েছে। এসময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনা স্হান পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তানজিয়া বেগম কে হত্যা করছে তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে খুনিকে সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।