মনির হোসেন পাটোয়ারী (লক্ষ্মীপুর) রামগঞ্জ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫৮ পিস ইয়াবাসহ যুবদল কর্মী ফয়সাল হোসেন বাবলু (৩৮) কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাত ২টায় রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের পকির মোহাম্মদ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। গতকাল বুধবার দুপুরে আদালতে মাধ্যমে তাকে কারাগারের প্রেরণ করা হয়েছে। বাবলু উপজেলার নান্দিয়ারা গ্রামের মৃত মফিজুল হকের ছেলে। তিনি বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একজন সক্রিয় কর্মী দাবী করেছেন দলীয় লোকজন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, বাবলুকে ৫৮ পিস ইয়াবা সহ সেনাবাহিনী আটক করে রামগঞ্জ থানায় সোপর্দ করে, পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।