মিলন মিয়া,রাজবাড়ী
রাজবাড়ীতে কথা কাটাকাটির জের ধরে মো. আলভি (১৮), মো. হাসান (২১), মো. সবুজ (১৯) নামের শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সহপাঠিরা। আহতরা হলো, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আলভি, ১ নং বেড়াডাঙ্গা গ্রামের হুমায়ুনের ছেলে হাসান ও চরলক্ষীপুর গ্রামের সাইদুল শেখের ছেলে সবুজ। আহত ও হামলাকারীরা সবাই রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম ও নবম শ্রেণীর শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়ে। এদের মধ্যে আলভী ও হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার রাজবাড়ী পৌর শহরের রহিমুন্নেছা মাদ্রাসার সামনে প্রকাশ্যে দিবালোকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ইতিপুর্বে বন্ধুদের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ বিষয়টি নিয়ে নিজেরা আপোষের জন্য একত্রিত হয়। এক পর্যায়ে অপর বন্ধুরা তাদের কাছে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুত্ব আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমিরুজ্জামান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় তিন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।