ePaper

রাজবাড়ীতে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ

রাজবাড়ী প্রতিনিধি

“সবুজ পল্লবে স্মৃতি অম্লান” এ শ্লোগানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল রোববার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, রাজবাড়ী জেলা বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জিয়া স্মৃতি সংসদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মো. শাহিন মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, পৌর শাখার সভাপতি রেজাউল হক বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্যে অ্যাড. মো. আসলাম মিয়া বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৩৬ দিনের এ কর্মসূচি চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। আপনারা জানেন “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। বর্তমানেও তারেক রহমান পরিবেশ রক্ষায় এ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন। আজ জুলাই-আগষ্টের শহীদদের স্মরণে আমরা বৃক্ষরোপণ করেছি এবং সবাইকে পরিবেশ সুরক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *