রাজবাড়ি প্রতিনিধি
সারাদেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্ববতী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে রাজবাড়ীতে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল ও জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টুর নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ মিছিল। জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুলের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখেন যুবদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট নেকবার হোসেন মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সম্রাট, যুগ্ম-আহ্বায়ক কাওসার মাহমুদ এবং পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মহিউদ্দিন গিটার প্রমুখ। জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টুর নেতৃত্বে মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে পান্না চত্বর ঘুরে এসে শহীদ স্মৃতি চত্বরে সমাবেশ করে। এসময় বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, সাবেক জিএস তসলিম, মেহেদী হাসান তোতা প্রমুখ। বক্তারা এ সময় বলেন, “৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তারা আরও বলেন, “দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অথচ অর্ন্তর্বতী সরকার এসব বিষয়ে নির্লিপ্ত ও উদাসীন ভূমিকা পালন করছে। যুবদল এর তীব্র প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়। বিক্ষোভ সমাবেশে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।