ePaper

রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীবসহ অনেকে। এ সময় পরিবেশ বাঁচাতে যার যার স্থান থেকে ভূমিকা রাখতে অনুরোধ জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *