রাজবাড়ী প্রতিনিধি
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে “আউটসোসিং” প্রক্রিয়ায় জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএ রাজবাড়ী জেলা শাখা। এ সময় বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রব্বানী মোল্লা, শ্রমিদ দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম বক্তৃতা করেন। বক্তারা এ সময় বলেন, গত ১৭ বছর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কোন কারীগরি লোকবল নিয়োগ হয়নি। যে কারণে গ্রাহক সেবার মান তলানীতে পৌছেছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা একটি অতিমাত্রায় কারিগরি প্রতিষ্ঠান হিসেবে কোন দক্ষ জনবল তৈরি হয়নি।তাই অনতিবিলম্বে আউটসোসিং প্রক্রিয়ায় লোকবল নিয়োগ বন্ধ করে স্থায়ী লোকবল নিয়োগের জোর দাবি জানান তারা। পরে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ।
