ePaper

রাজবাড়ীতে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু আহত ৩

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় পাট জাগ দিতে গিয়ে বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন, উপজেলার কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও মৃত আরিফ মোল্লার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তামিম মোল্লা (১৫)। এ ঘটনায় আহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের ছেলে এসএসসি পরীক্ষার্থী আজিম প্রামানিক (১৬), একই হাফিজুল প্রামানিকের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন (১৪) ও নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪)। আহতরা বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বজ্রপাতে নিহত ও আহতরা নিকটাত্মীয় এবং প্রতিবেশী ছিলেন। শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নওলামারী খাপালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের মা ফিরোজা খাতুন জানান, “আমার ভাবী আনোয়ারা বেগম সকালে পাট জাগ দেওয়ার জন্য আমার ছেলে সৌরভ, তার ছেলে আজিম, প্রতিবেশী তামিম এবং হোসাইনকে নিয়ে নওলামারী খাপালে পাট জাগ দিতে গিয়েছিলেন। সেখানে বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।” রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দারদা বলেন, শনিবার বিকেল থেকে ওই নারী ও কিশোর পাট ধোয়ার কাজ করছিলেন। সাড়ে ৬ টার সময় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হলে তারা ৫ জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২জনের  মৃত ঘোষণা করেন। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, মৃত্যুর ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবার দুটিকে সহযোগিতা করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *