রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের কৃষক ওবায়দুর রহমানকে (৪৩) বিষ প্রয়োগ ও গলা কেটে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে গাড়াকোলা গ্রামবাসী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আহত কৃষক ওবায়েদুলের মেয়ে সেজুতি, ছেলে খালিদ, চাচাতো ভাই মনিরুল ইসলাম ও বড় ভাই ইকবাল হোসেন বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক কলহের জেরে গত ২৭ জুন রাতে কৃষক ওবায়েদুর রহমানকে তার শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে বিষ খাওয়ানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায় তার স্ত্রী পলি বেগম, শ্যালক মুসা মন্ডল, হারুন মন্ডল সহ আরও কয়েকজন আত্মীয়স্বজন। তার গলায় ১৭টি সেলাই লেগেছে। ঘটনার পরদিন বালিয়াকান্দি থানায় স্ত্রী পলি বেগম, শ্যালক মো. মুসা মন্ডল ও মো. হারুন মন্ডল, স্ত্রীর বড় বোন মোসা. নাজমুন নাহার ওরফে আসমানী, বোন জামাই মো. বাবর আলী ও শশুর মো. আবুল কালাম আজাদকে আসামী করে মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। এখন আসামী পক্ষের লোকজন মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীহি ও হুমকি প্রদান করছে। দ্রুত এ ঘটনার সাথে জরিত ও আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দিতে হবে। বক্তারা আরও বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং ভুক্তভোগীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। গুরুতর আহত অবস্থায় ওবায়দুর রহমান বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে, এ ঘটনায় ওবায়দুর রহমানের শশুর বাড়ীর লোকজনের দাবী ওবায়দুর রহমান একজন জুয়ারু। সে নিয়মিত জুয়া খেলায় আসক্ত। জুয়ারুদের সাথে বিরোধে তাকে হত্যার চেষ্টা হতে পারে বলে তাদের ধারণা। স্ত্রীর সাথে বিরোধের জের ধরে শশুরবাড়ীর লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করছে। তারা তদন্ত পুর্বক প্রকৃত দোষীদের গ্রেপ্তার দাবী করেন।