রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মো. রাজিব ইসলাম (২৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের মো. আব্দুল আজিজ শেখের ছেলে। রোববার সন্ধ্যা পৌনে ৬টার সময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের মো. ওমর আলী মৃধার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মো. রাজিব ইসলামকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।