সিরাজগঞ্জ প্রতিনিধি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ থেকে শুরু হয়ে ঢাকা-পাবনা মহাসড়কে প্রদক্ষিণ করে মিছিলটি শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মৌন মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। মিছিল শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর ও শিক্ষার্থীরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাহজাদপুর বাজার, বিসিক বাসস্ট্যান্ড, বাঘাবাড়ি বন্দর, দিলরুবা বাসস্ট্যান্ডসহ অন্যান্য জায়গায় জনসংযোগ করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে শক্ষার্থীরা ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা একঘন্টা মহাসড়ক অবরোধ করেন। এতে যানযট সৃষ্টি হয়ে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েন। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুকুলে যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন দেয়া হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আবাসন, শিক্ষক রুম, ক্লাস রুম, পাঠাগার, হলরুম, খেলার মাঠসহ নানা সংকটে ভুগছে। দীর্ঘদিন ধরে সরকারের কাছে সংকট নিরসনে ডিপিপি অনুমোদনের দাবি জানিয়ে আসলেও কাজ হচ্ছে না। এ অবস্থায় ২৬ জুলাই শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসুচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেছে।
