বিনোদন ডেস্ক
বলিউডে এ মুহূর্তের অন্যতম জনপ্রিয় দম্পতির তালিকায় রয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০১৮ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। শুধু তাই নয়, তারা একসঙ্গে থাকাও শুরু করেন। চার বছরের প্রেমের সমাপ্তিতে ২০২২ সালে আলিয়ার সঙ্গে নিজের বাড়িতেই বিয়ে করেন রণবীর।বিয়ের কয়েক মাসের মধ্যেই রণবীর-আলিয়া তাদের ঘরে নতুন অতিথি আসার ঘোষণা দেন। তাদের কোল আলো করে আসে রাহা। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে রণবীর জানালেন যে আলিয়া তার প্রথম স্ত্রী নন। তাহলে কে তার প্রথম স্ত্রী? সবার মনে এমন প্রশ্ন জেগেছে।রণবীরের প্রেমকাহিনি কমবেশি সবাই জানেন। তিনি ক্যারিয়ারের শুরুতে প্রেম করতেন সোনম কাপুরের সঙ্গে। সোনমের সঙ্গে বিচ্ছেদের পর তিনি দীপিকার প্রেমে পড়েন। কিন্তু সেই প্রেমও স্থায়ী হয়নি। বিচ্ছেদের পর তিনি ক্যাটরিনার প্রেমে পড়েন। বেশ কয়েকদিন একসঙ্গে বসবাসের পর সেই সম্পর্কও ভেঙে যায়।ক্যাটরিনার প্রিয় বন্ধু আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। একাধিক প্রেম, লিভ ইন রিলেশন থাকলে রণবীর যে আগে বিয়ে করেছেন, সে খবর কোনোদিন প্রকাশ হয়নি। এবার রণবীর সেই গল্প নিজেই জানালেন।
রণবীর এক সাক্ষাৎকারে জানান, ক্যারিয়ারের শুরুর দিকে এক নারী তাকে বিয়ে করেছিলেন! আজও তিনি নিজেকে রণবীরের প্রথম স্ত্রী হিসেবেই মনে করেন। কিন্তু রণবীর নাকি তাকে কখনো দেখেননি।তাহলে বিয়েটা হলো কীভাবে? এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকের একটা ঘটনা আমার মনে আছে। বাড়ির দারোয়ান আমাকে বলেছিলেন, এক মেয়ে পুরোহিত নিয়ে এসে বাড়ির গেটে বসে আমাকে বিয়ে করেছেন। আমি কিন্তু, তাকে দেখিনি। ওই বাংলোতে আমি বাবা-মায়ের সঙ্গে থাকতাম। গেটে একটা তিলক আঁকা ছিল আর সঙ্গে কিছু ফুল। সেই সময় আমি শহরের বাইরে ছিলাম। ওই ঘটনায় আমি তো অবাক। আজ পর্যন্ত আমি তাকে দেখিনি। তবে দেখার ভীষণ ইচ্ছা রয়েছে।’