মো:সুমন মিয়া,সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮.৩০ মিনিটে বামনডাঙ্গা ইউনিয়নের মনমোহ নী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।ক্যাম্পে অংশ নেওয়া রোগীদের মধ্যে ছিলেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। শিশু, তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধা—পুরুষ ও নারী সবাই এখানে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসক এবং রেসিডেন্ট ডাক্তাররা।চলমান এই উদ্যোগ সম্পর্কে রংপুর ছাত্রশিবিরের মেডিকেল কলেজ শাখা সভাপতি ডা. শাওন জানান, তাদের লক্ষ্য গ্রামের মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া।ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া সিরাজুম মনিরা নামে এক নারী বলেন, “এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। ভালো ডাক্তারকে দেখাতে গেলে সাধারণত ৫০০-৬০০ টাকা খরচ হয়; সেখানে ছাত্রশিবিরের এই উদ্যোগ সত্যিই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমরা বিনা খরচে চিকিৎসা সেবা পাচ্ছি।”তনি আরও বলেন, “এ ধরনের চিকিৎসা বান্ধব কার্যক্রম মাঝে মাঝে চলমান রাখা উচিত।”
