মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের গত ০৬-০৮-২০২৫ ইং তারিখ বিকাল অনুমান ১৬.৪০ ঘটিকায় যৌথবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে মধুখালী থানাধীন রাজধরপুর গ্রামের বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে উল্লেখিত মাদক দ্রব্য সহ ০১ জনকে গ্রেফতার করা হয়। আটক কৃত আসামীর নাম মো. সাইফুল ইসলাম ওরফে পলাশ মোল্যা (৪৫), পিতা- এম এ মান্নান মোল্যা সাং- রাজধরপুর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর এর নিকট হইতে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৮৫০ (আটশত পঞ্চাশ) গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান-(১৫, ০০০+১৭, ০০০) =৩২, ০০০/(বত্রিশ হাজার)- টাকা এবং মাদক বিক্রয়ের নগদ -২২, ১০০/(বাইশ হাজার একশত)-টাকা উদ্ধার করা হয়। উল্লেখিত ব্যক্তি সহ তার সঙ্গীয় একজন পলাতক মাদক ব্যবসায়ী এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০১টি মাদক মামলা রুজু করা হয়।
