বিনোদন ডেস্ক
হলিউডের দুই সুপারস্টার গায়িকা সেলেনা গোমেজ ও আরিয়ানা গ্রান্দে। তবে তারা অভিনয়ের জন্যও যথেষ্ট জনপ্রিয়। পেশাদারীত্বের পাশাপাশি দুজনের মধ্যে ভালো সম্পর্কও রয়েছে। এবার তারা একসঙ্গে মনোনয়ন পেয়েছেন গোল্ডেন গ্লোব পুরস্কারে।তারা দুজনই সেরা সহ-অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন। মনোনীত হওয়ার পর সেলেনা ও অরিয়ানা বেশ উচ্ছ্বসিত। সেলেনা নির্বাচিত হয়েছেন ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় অভিনয় করে। আর আরিয়ানা মনোনয়ন পেলেন ব্লকবাস্টার ‘উইকেড’ ছবিতে তার চরিত্রে দারুণ অভিনয়ের জন্য।
মনোনয়ন ঘোষণার পর সেলেনাকে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন অরিয়ানা। এ ব্যাপারে সেলেনা বলেন, ‘অরিয়ানা সেদিন সকালে একটি মিষ্টি বার্তা পাঠিয়েছিল আমাকে। আমি খুবই চমকিত হয়েছি। তাকেও ভালোবাসাসহ একটি বার্তা দিয়েছি ভয়েস মেসেজে।
অরিয়ানা তার বার্তায় বলেন, তিনি সেলেনার মনোনয়নপ্রাপ্তিতে খুব খুশি। কারণ তিনি জানেন সেলেনা কতটা কঠিন পরিশ্রম করেছেন তার চরিত্রের জন্য।সেলেনা ও আরিয়ানা শিশু তারকা হিসেবে তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন। সেলেনা ‘ওয়িজার্ডস অফ ওয়েভারলি প্লেস’ এবং অরিয়ানা ‘ভিক্টোরিয়াস’ দিয়ে অভিষিক্ত হন। এরপর তারা ক্রমেই নিজেদের স্টারডম তৈরি করে নিয়েছেন।
Share Now