ePaper

যেভাবে লাহোরে বায়ুদূষণ ৭০ শতাংশ কমালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের রাজধানী লাহোরে প্রথমবারের মতো অ্যান্টি-স্মগ গান চালু করে বায়ুদূষণ ৭০ শতাংশ কমাতে সক্ষম হয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ।পাঞ্জাব সরকার বলছে, এটি দূষণ মোকাবিলায় বড় ধরনের সাফল্য। শনিবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো লাহোরের কান্না এলাকায় পরীক্ষামূলকভাবে অ্যান্টি-স্মগ গান চালু করার পর বায়ুদূষণ ৭০ শতাংশ কমেছে বলে জানিয়েছে পাকিস্তানের পরিবেশ সুরক্ষা বাহিনী (ইপিএফ)।

সংস্থার মুখপাত্র জানান, কান্নায় অ্যান্টি-স্মগ গান ব্যবহার করার পর সেখানে বায়ুদূষণের মাত্রায় উল্লেখযোগ্য হারে উন্নতি দেখা গেছে।মূলত বিশ্বের সবচেয়ে দূষিত দেশগুলোর একটি হচ্ছে পাকিস্তান। দেশটি সারা বছরই কম-বেশি বায়ুদূষণের শিকার হলেও বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়জুড়ে লাহোরকে প্রায়শই সবচেয়ে দূষিত মহানগর হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে।লাহোরের জনসংখ্যা প্রায় ১ কোটি ৪০ লাখ এবং শহরটির বাসিন্দারা বছরের ছয় মাস এই দূষিত বাতাসেই শ্বাস নিতে বাধ্য হন।

পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশনায় পরিচালিত অ্যান্টি-স্মগ গান পরীক্ষাটি “পরিবেশগত প্রচেষ্টায় এক উল্লেখযোগ্য সাফল্য”।তিনি জানান, “লাহোরের কান্না এলাকায় অ্যান্টি-স্মগ গান ব্যবহারের পর এয়ার কোয়ালিটি ইনডেক্স ৬৬৬ থেকে নেমে এসেছে ১৭০-এ।”মরিয়ম আওরঙ্গজেব আরও বলেন, ৭০ শতাংশ বায়ুদূষণ হ্রাসের বিষয়টি আধুনিক পরিবেশগত পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে যাচাই করা হয়েছে। তার ভাষায়, “দূষণ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের কাজ অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *