যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বেগমগঞ্জে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি, কারা নির্যাতিত নেতা মনজুরুল আজিম সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জের চৌরাস্তায়  নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম অফিসে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবদুল বাতেন সুজন জানান, সম্প্রতি কাজল রেখা নামের এক নারী আমাকে ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনকে জড়িয়ে একটি মিথ্যে, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিপক্ষ দ্ধারা প্রভাবিত হয়ে সংবাদ সম্মেলন করেন। উনার এমন কান্ডে আমরা মর্মাহত। মুলত ঐ নারী আওয়ামীলীগের রাজনীতি সাথে জড়িত। বেগমগঞ্জের মূলধারার বিএনপির ভাইরের কিছু লোক তাকে দিয়ে টাকার বিনিময়ে এমন অপপ্রচার চালাচ্ছে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *