কাজী মামুন, পটুয়াখালী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে বিএনপি’কে সুসংগঠিত করার লক্ষ্যে আগামীকাল শনিবার মহিপুর থানা যুবদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। গত ১৪ এপ্রিল জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর পরপরই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। ডেলিগেট ভোটের মাধ্যমে এই প্রথম সম্মেলন হওয়ায় আনন্দিত নেতাকর্মীরা। পছন্দের প্রার্থীর ছবি দিয়ে তাদের মত প্রকাশ করেছেন অনেকেই। জানা গেছে, দুটি পদে সরাসরি ভোটের মাধ্যমে যুবদলের নেতা নির্বাচিত হবেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিপুর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. সিদ্দিকুর রহমান মোল্লা, যুগ্ম আহ্বায়ক আলী আক্কাস হাওলাদার। সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম আহবায়ক মিজানুর রহমান প্যাদার কোন প্রতিদ্বন্দ্বী নেই। এ বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের ডজনখানেক নেতা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান প্যাদা বলেন, এখন পর্যন্ত আমার কোনো প্রতিদ্বন্দ্বী প্রকাশ্যে আসছে না। তবে নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে ভেবেই আমি সেভাবেই অগ্রসর হচ্ছি। আশা করছি ভোটের মাধ্যমে থানা যুবদলের একটি শক্তিশালী কমিটি হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচনে এ কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদী। মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, থানা যুবদলের এই প্রথম ডেলিগেট ভোটের মাধ্যমে সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা ব্যাপক খুশি। সম্মেলনকে সফল করতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৯ এপ্রিল সকাল দশটায় মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মহিপুর থানা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল হাওলাদার বলেন, দীর্ঘ বছর পরে থানা যুবদলের কাউন্সিলকে ঘিরে আমরা সোচ্চার রয়েছি। ভোটের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ কমিটি মাঠে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।