অজয় সাহা, (নরসিংদী) রায়পুরা
নরসিংদীর রায়পুরায় উপজেলার রেলগেইটের যানযট নিরসন ও রায়পুরা বাসস্ট্যান্ড হতে পান্থশালা পর্যন্ত সড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য গতকাল শনিবার ইউএনও মো. মাসুদ রানার কার্যালয়ে একটি অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র উপদেষ্টার ছোট ভাই খালিদ হোসেন দোলন, এয়ার কমোডর (অব.); সড়ক ও জনপদ বিভাগ এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। এসময় রেলগেইট এলাকা ও রায়পুরা-পান্থশালা সড়কে সরকারের মহাপরিকল্পনার কথা জানানো হয় এবং দ্রুত কাজ শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন অবকাঠামো নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীগণের সাথে ফলপ্রসু আলোচনা হয়।