যমুনা ব্যাংকে “বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক” শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

যমুনা ব্যাংকের উদ্যোগে ‘শরী’আহ ভিত্তিক বিনিয়োগের সুযোগ: বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করেছে।

মঙ্গলবার (১৩ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদের সভাপতিত্বে যমুনা ব্যাংক টাওয়ারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক জনাব ইস্তেকমাল হোসাইন। এছাড়াও, কি-নোট স্পিকার হিসেবে তার দলের অভিজ্ঞ সদস্যবৃন্দ সুকুক বিষয়ে মূল্যবান আলোচনা করেন।

সেমিনারে ব্যাংকের সব বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং অপারেশনাল ম্যানেজারগণ সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এর মূল লক্ষ্য ছিল সুকুক-এর কাঠামো, বিনিয়োগের সম্ভাবনা এবং এর নিয়ন্ত্রক নীতি সম্পর্কে ব্যাংকের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে যমুনা ব্যাংক শরী’আহ সম্মত সুকুক বিনিয়োগের প্রসার এবং এই খাতের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। আলোচনায় ৬ষ্ঠ বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (BGIS)-এর তাৎপর্য বিশেষভাবে তুলে ধরা হয়। এটি একটি ইজারা সুকুক, যার মোট পরিমাণ ২,০০০ কোটি টাকা। এর মেয়াদকাল ৭ বছর এবং বার্ষিক মুনাফার হার ১০.৫০%। এই সুকুকে বিনিয়োগের জন্য আগামী ১৮-১৯ মে ২০২৫ পর্যন্ত বিডিংয়ের সুযোগ উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *