ePaper

যমুনা ফিউচার পার্কে সাবু শপের নতুন আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের দ্রুত-বর্ধনশীল স্কিনকেয়ার খুচরা বিক্রেতা সাবু শপ যমুনা ফিউচার পার্কে তাদের নতুন আউটলেট উদ্বোধন করেছে। ক্রমবর্ধমান আসল স্কিনকেয়ার পণ্যের চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন শিল্পনেতারা উপস্থিত ছিলেন । তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ড. ফাইকা রিয়াসাত, যিনি নূরা সুলতানা ব্র্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা এবং এসকেআর হার্বানিকস, তুরস্কের ব্যবসায় গবেষণা ও উন্নয়ন পরিচালক । মিস্টার জুলকিফাল, এসকেআর হার্বানিকস, তুরস্কের ম্যানেজিং ডিরেক্টর ।ড. এম. কালিম খালিদ চৌধুরী, লুনা গ্রুপের পরিচালক এবং কিউসিএম কসমেটিকস ইন্টারন্যাশনাল, মালয়েশিয়ার ম্যানেজিং ডিরেক্টর ।মিস্টার আলি, কিউসিএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *