ePaper

মোরেলগঞ্জে ট্রলারের ধাক্কায় পুল ভেঙে সবজি ব্যবসায়ীর মৃত্যু

আল আমিন খান, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় সিমেন্টবাহী একটি ট্রলারের ধাক্কায় পুল ভেঙে এক সবজি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই ব্যবসায়ীর সবজি ভর্তি ট্রলারটি পুলের সাথে বাঁধা ছিল। এসময় একটি সিমেন্টবাহী ট্রলার পুলের নিচ দিয়ে যাওয়ার সময় তীব্র ধাক্কা লাগলে পুলটি ভেঙে পড়ে এবং তা সরাসরি সবজি ট্রলারের ওপর চাপা পড়ে। এতে ট্রলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ওই ব্যবসায়ী পানিতে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করেন। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা হতে পারেন। ফুলহাতা বাজার এলাকার বাসিন্দা তানবির বাসার বলেন, “নিহত ব্যক্তি আমাদের বাজারে কলা, কচু, কুমড়া ইত্যাদি সবজি এনে বিক্রি করতেন। আজ পুল ভেঙে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।” ঘটনার সত্যতা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি পিরোজপুর জেলার বাসিন্দা।” এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে খালে তল্লাশি চালাচ্ছে, কারণ ধারণা করা হচ্ছে ট্রলারে আরও লোক থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *