ePaper

মোংলা কাস্টম হাউসে ১,৫৭৮ কোটি টাকা রাজস্ব আদায়

খুলনা প্রতিনিধি

দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায় কেন্দ্র মোংলা কাস্টম হাউস (এমসিএইচ) ২০২৪-২৫ অর্থবছরে মোট ১ হাজার ৫৭৮ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করেছে। মসিএইচ সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে মোংলা বন্দর দিয়ে মোট ১১ হাজার ৬৭৬টি রিকন্ডিশনড গাড়ি আমদানি হয়েছে, যা এ রাজস্ব সংগ্রহে বড় ভূমিকা রেখেছে।এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ১৩ হাজার ৭৯২টি গাড়ি আমদানি হয়, যা ২ হাজার ১৩ কোটি টাকা রাজস্ব আদায়ে ভূমিকা রেখেছিল।  বিদায়ী অর্থবছরটি নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কেটেছে। এর মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থান, এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ, ডলার সংকট, ভয়াবহ বন্যা, দুটি ঈদ উপলক্ষ্যে ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পণ্যবাহী চালক ধর্মঘট, কাস্টমস ক্লিয়ারেন্সে জট এবং এনবিআরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকা। মোংলা কাস্টম হাউসের কমিশনার ম. সাফিউজ্জামান বাসস’কে বলেন, রিকন্ডিশনড গাড়ি আমদানিই এখানকার রাজস্ব আয়ের প্রধান উৎস।দক্ষিণাঞ্চলের মানুষ ও সংশ্লিষ্ট অংশীজনরা সরকারের প্রতি সব সমুদ্রবন্দর সমভাবে ব্যবহারে নীতিমালা প্রয়োগ এবং মোংলা বন্দর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে আমদানি-রপ্তানিকারকদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *