ePaper

মেহেরপুরে ৯২টি মোবাইল ফোন ও নগদ অর্থ মালিকদের হস্তান্তর করেছে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়

আবু রায়হান নিরব মেহেরপুর

মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় ডিসেম্বর ২০২৫ মাসে জেলার তিনটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) ভিত্তিতে হারিয়ে যাওয়া মোট ৯২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে প্রতারণা ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া নগদ অর্থ ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আত্মসাৎকৃত ৫৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া একই সময়ে ১৩টি ফেসবুক আইডি রিকভার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০২৬) সকালে১১ টার সময় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এই সফল অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট থানায় জিডিভুক্ত ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। একইভাবে উদ্ধার হওয়া টাকাও প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এই অভিযানে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের দ্রুত ও কার্যকর তদন্তের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদি হাসান দিপু, ওসি (ডিবি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং উপকারভোগী ভুক্তভোগীরা।

পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, জনগণের সম্পত্তি রক্ষা ও সাইবার অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ সবসময় তৎপর রয়েছে। হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন ও ডিজিটাল আর্থিক প্রতারণার শিকারদের দ্রুত সহায়তা প্রদানে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কাজ করে যাচ্ছে। তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার এবং যেকোনো অপরাধের ঘটনায় দ্রুত থানায় জিডি করার আহ্বান জানান। এ ধরনের উদ্ধার অভিযান জেলাবাসীর মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে এবং সাইবার নিরাপত্তা ও সম্পত্তি ফিরে পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *