মেহেরপুর জেলা প্রতিনিধি আবু রায়হান নিরব
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে। শনিবার( ৩ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৯ টায় সময় মেহেরপুর মল্লিক পুকুর মোড় থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। এটি স্বপ্নছুঁই পার্কের সামনে এসে শেষ হলে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। পরে সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, উপজেলা সমাজসেবা অফিসার আনিছুর রহমান এবং জুলাই যোদ্ধা খন্দকার মুহিত। বক্তারা সমাজসেবায় প্রযুক্তির ব্যবহার, মমতাময়ী সমাজ গঠন এবং সকলের কল্যাণ নিশ্চিত করার ওপর জোর দেন। তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি আস্থা স্থাপন করে সমতাভিত্তিক সমাজ বিনির্মাণই এবারের দিবসের প্রধান লক্ষ্য। আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ব্যবসায়িক ঋণ এবং প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
