সাইফুল ইসলাম, মেহেরপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে স্মৃতি বিজড়িত কলেজ কদমতলায় অনুষ্ঠানে আয়োজনে মেহেরপুরে জেলা সাবেক ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন ও মতবিনিময় আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন সাবেক যুগ্ন আহবায়ক মেহেরপুর জেলা ছাত্রদলের মুস্তাফিজুর রহমান (খোকন), সাবেক ভিপি মেহেরপুর সরকারি কলেজ ও সদস্য সচিব কাজী আজিজুল ইসলাম (টোকন)। প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাফিজুর রহমান, (হাফি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আক্কাস আলী, আব্দুল আউয়াল, এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মিন্টু জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন, আবদাল হক, মুস্তাকিন, শহীদুল্লাহ, ফাহমিদা, আমির ফয়সাল মিলন, কবির হোসেন, সহ ছাত্রদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।