মো. রুহুল আমিন রাজু, জামালপুর
জামালপুরের মেলান্দহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির ও ইউনিয়ন বিএনপির যৌথ ব্যবস্থাপনায় গতকাল রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ৪টি অনুষ্ঠানের মাধ্যমে মেলান্দহ উপজেলার কুলিয়া, দুরমুঠ, মাহমুদপুর ইউনিয়ন ও উপজেলা সদরসহ ৪টি জায়গায় শীতার্তদের মাঝে দুই হাজারের বেশি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ শীত বস্ত্র বিতরণ উপলক্ষে সকাল ১০ টায় মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মেলান্দহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির তত্ত্বাবধানে কয়েকশত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও কুলিয়া ইউনিয়নের টনকী বাজারে কয়েকশত মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়। দুপুরে দুরমুঠ ইউনিয়নের দুরমুঠে সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়ার কাচারী ঘরের সামনে কয়েকশত লোকজনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বিকালে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত মাহমুদপুর বাজারে কয়েকশত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক মেলান্দহ -মাদারগঞ্জে প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি দীর্ঘ দিন পর লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন এবং দীর্ঘ ৭ বছর পর লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গিয়েছেন। খালেদা জিয়া দীর্ঘ দিন মিথ্যা মামলায় জেল খানায় ছিলেন। তারেক রহমান ১৮ বছর যাবৎ বাংলাদেশ ছেড়ে লন্ডনে আছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এদেশে ১৮ বছর আসতে দেয় নাই তৎকালীন আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনা। খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপি শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন। আগামী দিনে বিএনপির নেতাকর্মীদের কে ঔক্যবদ্ধভাবে সকল যড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক ও জামালপুর প্রেসক্লাবের সাবেক সফল কয়েকবারের সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, যুগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, পৌট বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল লতিফ আকন্দ, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহের উল্লাহ মেহের, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য মুন্জুরুল কবীর মুন্জু, উপজেলা বিএনপির সদস্য সিএনএফ ব্যবসায়ী নুরনবী, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব তৈয়বুর রহমান মাষ্টার, দুরমুঠ ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান বাদল, মেলান্দহ উপজেলা মহিলা দলের সভাপতি শামসুন্নাহার শান্তি, ইন্জিনিয়ার রফিকুল ইসলাম রাজু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম মিয়া, যুগ্ম আহবায়ক সুমন মাহবুব, উপজেলা ছাত্র দলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, সদস্য সচিব রকিব হাসান রনি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।