জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মেলান্দহ পৌরসভার কাজীরপাড়া এলাকার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষকে হুমকি ধামকী প্রদর্শন করাসহ বাড়ী ভিটা থেকে উচ্ছেদ করতে ও জমি বেদখল করার নানান ষড়যন্ত্রের পায়তারা করে আসছে বলে অভিযোগে জানা গেছে। এই নিয়ে ইতিপূর্বে এলাকায় কয়েক দফা শালিশ দরবার হয়ে গেলেও সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর এই নিয়ে মেলান্দহ থানায় উভয় পক্ষকে ডেকে এনে আপোষ মীমাংসার চেষ্টা করেও ব্যার্থ হয়েছে এলাকাবাসী ও থানা পুলিশ। সর্বশেষে সালিশ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত সবাই মেনে নিতে বাধ্য থাকবে বলে উক্ত শালিশ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। এছাড়াও শালিস বৈঠকে আরও সিদ্ধান্ত হয় যে, কোন পক্ষ যাতে এই জমি নিয়ে মারামারি না করে উভয় পক্ষকে স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আহবান জানান মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি বলেন, যদি কোন পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। ঘটনার সূত্রে জানা গেছে মেলান্দহ পৌর সভার কাজীপাড়া এলাকার বাসিন্দা মজিবুর রহমান গত ১৪/৪/২০২৩ সালে ১৪৯৬ নংদলিল মূলে ৪ শতাংশ জমি ও দুলালের ছেলে সিয়াম গত ৫/৩/২০২৪ ইং তারিখে ১২২৪ নং দলিল মূলে কাজীরপাড়া এলাকার জরিপ উদ্দিনের ছেলে ওয়াদুদ ও আব্দুর রৌফ এর কাছ থেকে একখন্ড জমি ক্রয় করেন একই এলাকার বাসিন্দা সিয়াম ও মজিবর রহমান। ক্রয়কৃত জমি হলো মেলান্দহ পৌরসভার জেএল নং-৫০, গোবিন্দপুর মৌজার বিআরএস খতিয়ান নং ৫০৬, বি আর এস দাগ নং ১১৬০ এর ১৫ শতাংশের কাতে দুই জনের মোট সাড়ে ৯ শতাংশ জমি রেজিস্ট্রি মূলে ক্রয় করে তখন থেকেই চারদিকে বাউন্ডারি পাকা ওয়াল নির্মাণ করে টিনসেট ভিটে ও ফ্লোর পাকা করে ঘর উঠিয়ে বসবাস করে ভোগদখল অবস্থায় আছে। এমতাবস্থায় একই এলাকার পাশের বাড়ির বাসিন্দা মৃত দিল মাহমুদ শেখ এর ছেলে কাজীরপাড়া বাসিন্দা মো. আব্দুল মোতালেব, চান মিয়া, কিসমত, বুলি ফতেহ গংদের সাথে বেশ কয়েকমাস যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল প্রতিপক্ষ সিয়াম ও মজিবর রহমান গংদের সাথে। এমতাবস্থায় মো. আব্দুল মোতালেব গংরা প্রতিপক্ষ সিয়াম ও মজিবর গংদের জমি বেদখল করার পায়তারসহ হুমকি ধামকী প্রদর্শন করে আসছে বলে অভিযোগে জানা গেছে। যে কোন মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন সিয়াম, মজিবুর রহমানের ভোক্তাভোগী পরিবার। এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে দাঙ্গা হাঙ্গামা করে তাহলে পুলিশ কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করবে।
