মো. রুহুল আমিন রাজু, জামালপুর
২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উত্তম মাছচাষ অনুশীলনে কার্প জাতীয় মাছের চাষ ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেলান্দহে মৎস্য বীজ উৎপাদন খামারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান খান। মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোখলেছুর রহমান। উপস্থিত ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা (মৎস্য) মৎস্য বীজ উৎপাদন খামার মেলান্দহ মো. শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী গোলাম মোস্তফা, ক্ষেত্রসহকারী দুলাল উদ্দিন প্রমুখ।