ePaper

মেলান্দহের রমারপাড়ায় পাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক  শফিকুজ্জামান(৩৭) নিহত হয়েছেন।  আজ রবিবার (১৮জানুয়ারি)ভোরে  জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রমারপাড়া এলাকায়  এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেটকার চালক জামালপুর পৌরসভার বনপাড়া  এলাকার মৃত আক্তারুজ্জামান এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,জামালপুর থেকে ইসলামপুরগামী  দ্রুতগতিতে আসা প্রাইভেটকারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সজোরে আঘাত করে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করেছে। নিহত চালকের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওবায়দুর রহমান জানান, গাছের সাথে ধাক্কায় প্রাইভেটকার চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *