ePaper

মুন্সীগঞ্জে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেদী সুমন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিভিল সোসাইটি সংগঠনের সঙ্গে জড়িত ব্যাক্তিবর্গের গণমাধ্যমে সম্পৃক্ততা ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান প্রেসক্লাব হলরুমে, সাপ্তাহিক বিক্রমপুর চিত্র পত্রিকার আয়োজনে দুই দিন ব্যাপী এ কর্মশালা গতকাল রোববার সকাল ৯ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। এসময় প্রশিক্ষক ছিলেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম ডিরেক্টর সৈয়দ রোকন উদ্দিন। এ প্রশিক্ষণের আরো উদ্দেশ্য, প্রকল্পের মাধ্যমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাগরিকদের কি কি চিকিৎসা সেবা দেওয়া হয় এবং সাপোর্টের নিশ্চিত করা। এতে রোগীরা চাহিদা অনুযায়ী সেবা পাচ্ছে কিনা। তারা চিকিৎসা সেবা নিতে আগ্রহী না, এই বিষয়ে তা জেনে তাদেরকে আগ্রহী করে তোলা। বিশেষ করে প্রসূতি ও গর্ভবতী মা, শিশু, কিশোরী, বৃদ্ধ পুরুষ ও মহিলাদের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং সেবা গ্রহীতাদের আগ্রহী করা। কর্মশালায় উপস্থিত ছিলেন, বিক্রমপুর চিত্রের প্রধান সম্পাদক শহীদ-ই-হাসান তুহিন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। আরো উপস্থিত ছিলেন প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল কাইয়ুম, ডেভলপমেন্ট সোসাইটি প্রোগ্রাম কর্মকর্তা আফিয়া আজমি চৌধুরী, প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার মো.নাজমুল হোসেন, ডেভলপমেন্ট সোসাইটি মনিটরিং কর্মকর্তা তামান্না হান্নান, বিক্রমপুর চিত্রের উপ-সম্পাদক শাজাহান মিয়া, কম্পিউটার অপারেটর কবিতা আফরোজ, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আজাদ বিন নাদভী, আব্দুর রহমান রানা, আরিফুর রহমান, আতাউর রহমান রতন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *