ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ফুলগাজী উপজেলার একমাত্র ফাজিল মাদ্রাসা, মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চলমান কর্মবিরতিতে অংশগ্রহণ করছেন। গতকাল সোমবার সকালে মাদ্রাসা মাঠে এ কর্মবিরতির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিসমূহÑ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতাÑদ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তারা এ কর্মবিরতি পালন করছেন। তাছাড়া, সম্প্রতি ঢাকায় শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েও এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে তারা জানান। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল। তিনি বলেন, “আমাদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এসব বাস্তবায়ন হলে শিক্ষক-কর্মচারীরা পরিবার নিয়ে স্বস্তিতে বসবাস করতে পারবে।” এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষকরাও কর্মবিরতির পক্ষে বক্তব্য প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
