ePaper

মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকদের কর্মবিরতি

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি

ফুলগাজী উপজেলার একমাত্র ফাজিল মাদ্রাসা, মুন্সিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষকরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চলমান কর্মবিরতিতে অংশগ্রহণ করছেন। গতকাল সোমবার সকালে মাদ্রাসা মাঠে এ কর্মবিরতির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিসমূহÑ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতাÑদ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তারা এ কর্মবিরতি পালন করছেন। তাছাড়া, সম্প্রতি ঢাকায় শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েও এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে তারা জানান। কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল। তিনি বলেন, “আমাদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এসব বাস্তবায়ন হলে শিক্ষক-কর্মচারীরা পরিবার নিয়ে স্বস্তিতে বসবাস করতে পারবে।” এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষকরাও কর্মবিরতির পক্ষে বক্তব্য প্রদান করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *