মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে ভোরবেলাতে বসা অস্থায়ী কাঁচা বাজার আড়ৎটি বাজারে প্রানকেন্দ্র থেকে অন্যত্র স্থানান্তরের দাবীতে মানববন্ধন করেছে শ্রীনগর বাজার ব্যবসায়ী ও আহবায়ক কমিটি। গতকাল বৃহস্পতিবার শ্রীনগর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে সামনে শ্রীনগর দোহার সড়কে শ্রীনগর বাজার ব্যবসায়ী ও আহবায়ক কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শ্রীনগর বাজারের বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ীরা বলেন, শ্রীনগর বাজারটি একটি ঐতিহ্যবাহী গুরুত্বপুর্ণ ও ব্যস্ততম বাজার। এখানে শ্রীনগরসহ লৌহজং, সিরাজদিখান ও দোহার উপজেলার মানুষ বাজারঘাট করতে আসে। এই বাজারে অস্থায়ীভাবে প্রতিদিন ভোরবেলাতে কাঁচামালের আড়ৎ বসিয়ে পাইকারী কাঁচামাল বিক্রয় করার কারণে স্কুল কলেজ ছাত্রছাত্রীরা ও স্থায়ী ব্যবসায়ীসহ জনসাধারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় এবং আর্থিক ব্যাপক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এ অবস্থায় ভোরবেলায় বসা অস্থায়ী কাঁচাবাজারের আড়ৎটি বাজারের প্রাণকেন্দ্র থেকে অন্য কোন স্থানে স্থান্তারের দাবি জানান তারা। বক্তারা আরো বলেন, শ্রীনগর পোস্ট অফিস রোড হতে শ্রীনগর সরকারী কলেজ পর্যন্ত রাস্তাটি বাজার মধ্যস্থিত। বাজারে বিভিন্ন শ্রেণীর অগণিত দোকানদার রয়েছে। এমন একটি বাজারের মধ্যে কিছু লোক নিজ স্বার্থ হাসিলের জন্য প্রতিদিন ভোরবেলায় কাঁচামালের আড়ৎ বসিয়ে রাস্তাটি দখলে নিয়ে জনসাধারণের চলাচলে চরম জনভোগান্তি সৃষ্টি করছে। এব্যাপারে বাজার কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরের একটি স্বারক লিপি দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী তোফাজ্জল হোসেন, সদস্য সচিব শেখ আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, শামসুল ইসলাম, শাহিন, স্বর্ণ সমিতির সভাপতি নারায়ন দাস মনা, ঔষধ ব্যবসায়ী মাইনুল হোসেন মঈন, মাসুদ রানা, কাপড় ব্যবসায়ী সুলতান নাসির, উর্মি ফ্যাশনের মালিক শেখ মজিবুর রহমান, ক্রোকারির ব্যবসায়ী আ. রহিমসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।
