‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’-এর ফাইনালে সুমি রানী দেবিনোদন ডেস্ক—মডেলিং অঙ্গনে সম্ভাবনাময় মুখ সুমি রানী দে পৌঁছে গেছেন ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে। স্টার মাল্টিমিডিয়ার আয়োজনে এবং মামাতাজ মেহেদীর প্রেজেন্টেশনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বে অংশ নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেন তিনি।গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সেমিফাইনাল রাউন্ডে পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের নজর কাড়েন সুমি। আত্মবিশ্বাসী উপস্থিতি, ফ্যাশন সেন্স ও স্টেজ প্রেজেন্সের কারণে তিনি সহজেই জায়গা করে নেন ফাইনালে।গান ও স্টেজ পারফরম্যান্সের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মডেলিংয়ে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করতে চান সুমি রানী দে। ফাইনালে ওঠা তাঁর সেই স্বপ্নপূরণের পথে আরেকটি বড় অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ফাইনাল রাউন্ডে সুমির পারফরম্যান্স নিয়ে দর্শক ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে এখন বাড়তি আগ্রহ তৈরি হয়েছে

