কাজী মামুন, পটুয়াখালী
বাংলাদেশ ইসলামী আন্দোলনের মির্জাগঞ্জ উপজেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু বকর সিদ্দিক তালুকদারকে নিয়ে উত্তেজনা সৃষ্টি। পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জাগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা মাওলানা মো. আবু বক্কর সিদ্দিকী তালুকদার এর উপর মোহাম্মদ জাফর তালুকদার ও মাহবুব গং কর্তৃক অতর্কিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে ভোক্তভোগী জানান, গত ৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে মির্জাগঞ্জ বাজারে সিএনজি চালক মাহাবুবের সাথে স্থানীয় চায়ের দোকানে কথা বার্তা কালে মো. অবু জাফর হাওলাদার ও চালক মাহাবুব একত্রে সিদ্দকি তালুকদারকে মারদর করে রক্তাক্ত জখম করে বলে প্রথমে মুঠোফোনে ও পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ভোক্তভোগী সিদ্দিক। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্বে ব্যবসায়িক এবং পারিবারিক বিরোধের জেরে আবু জাফর তালুকদার একাধিকবার তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছেন। হামলার দিনও পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে ও তার ভাই জুয়েলকে মারধর করা হয় বলে দাবি করেন তিনি। এ ঘটনার পর মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি অভিযোগে আরও জানান, হামলার পর তার ছোট ভাই জুয়েল তালুকদারকে বাজারে একা পেয়ে মারধর করলে এতে উভয় পক্ষই গুরুতর আহত হন। আবু বকর আরও বলেন, “এটি কোনো রাজনৈতিক বিরোধ নয়। এটি নিছক পারিবারিক এবং আকিদাগত মতপার্থক্যের বিষয় ছাড়া অন্য কিছু না এর সাথে রাজনৈতিক বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।