ePaper

মিরপুরে এনসিপির ঈদ আনন্দ উৎসব

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে ঈদ আনন্দ উৎসব উদযাপন করা হয়েছে। রিকশাচালক ও বিভিন্ন শ্রেণীপেশার শ্রমজীবী মানুষ এতে যোগ দেন।

ঈদের ৩য় দিন গতকাল বুধবার (২ এপ্রিল) মিরপুর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পাইকপাড়া প্রদক্ষিণ করে কল্যাণপুর, দারুসসালাম, মিরপুর ১ নম্বর হয়ে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

পরে ঈদগাহ মাঠ এবং সনি স্কয়ার চত্বরে দেড়শ জন শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, শ্রম উইংয়ের সংগঠক আব্দুল্লাহ আল আবু বকরসহ নাগরিক কমিটির নেতারা।

এনসিপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের বলেন, শ্রমজীবী মানুষকে ঈদ আনন্দে শরিক করার জন্যই আমাদের এই আয়োজন। তাদের সমস্যার কথা শুনতে চাই এবং সমাধানে কাজ করতে চাই। ঈদ আয়োজনে শ্রমজীবী মানুষকে অংশীদার করতে পেরে এনসিপি আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *