আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শিগগিরই বাণিজ্যিক চুক্তি হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট। ভারতীয় পণ্যে বর্তমানে ৫০ শতাংশ শুল্ক থাকলেও চুক্তির পর এটি ১৫ থেকে ১৬ শতাংশে নেমে আসবে বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি। তিনটি সূত্রের বরাতে মিন্ট বুধবার (২২ অক্টোবর) বলেছে, চুক্তিটি জ্বালানি ও কৃষি পণ্য কেনাবেঁচার ওপর নির্ভর রছে। যদি চুক্তি হয় তাহলে ভারত রাশিয়ার অপরিশোধিত তেল কেনা কমিয়ে দেবে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছে এ ব্যাপারে জানতে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা রয়টার্স। তবে এ নিয়ে কেউ মন্তব্য করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার মঙ্গলবার কথা হয়েছে। এই আলোচনায় বাণিজ্যকে প্রাধান্য দেওয়া হয় বলে জানান তিনি।মোদি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।মিন্ট বলেছে, চুক্তি হলে ভারত মার্কিন ভুট্টা এবং সয়ামিল আমদানি বাড়িয়ে দেবে। এছাড়া চুক্তির মধ্যে এমন একটি ব্যবস্থার বিষয় থাকবে। যেটির মাধ্যমে পর্যায়ক্রমে শুল্ক পর্যালোচনা এবং বাজার প্রবেশেধিকারের বিষয়টি থাকবে।এই বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা চলতি মাসের আসিয়ান সম্মেলন থেকে আসতে পারে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।আগস্টের শেষ দিক থেকে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন। যা দেশটির বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এরপর থেকেই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছিল নয়াদিল্লি।
