শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সম্মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী যুবদল নেতা মো.লিয়াকত আলী। গতকাল শনিবার বেলা এগারোটার দিকে পৌর এলাকার মাধখলা নিজ অফিসে যুবদল নেতা লিয়াকত আলী সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমি ১৯৯৪ সাল হইতে ছাত্র অবস্থায় ছাত্রদল করি এবং শ্রীপুর ছাত্রদলের সম্মানিত সদস্য ছিলাম। শ্রীপুর বিশ্ববিদ্যালেয় কলেজের ছাত্রলীগের হাতে লাঞ্চিত হই। ২০১৭ সালে রাজনৈতিক মিথ্যা মামলায় কারাবরন করি ১২০ দিন। এই পর্যন্ত আন্দোলন সংগ্রাম সকল সভা, মিটিং, মিছিলে সক্রীয় অংশগ্রহন করি। শ্রীপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলার পদ প্রার্থী হিসেবে আমার এলাকা সহ বিভিন্ন এলাকার সামাজিক মসজিদ, মাদরাসা ও অসহায় মানুষের মধ্যে বিভিন্ন সহযোগীতা করে আসছি। তিনি বলেন, বিগত সরকারের আমলে অত্যাচার, অনাচার মামলা-হামলার শিকার হয়েছি, তবুও সমাজের অনেকের উপকার ছাড়া অপকার করেছি এমন কোন তথ্য আমার জানা নেই। আমার অজান্তে কারু ক্ষতি হয়ে থাকলে সে আমার অজানা। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি সবসময় চেয়েছি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। কিন্তু কিছু দিন যাবৎ আমার নামে আমার এক ভাগিনা একটা কুৎসা রটনা করে, সন্মানিত সাংবাদিক ভাইদের কাছে একটা মিথ্যা তথ্য দিয়েছে। কিন্তু এসবের সাথে আমি কখনো সম্পৃক্ত ছিলাম না এজন্য আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।