মো. রুহুল আমিন রাজু, জামালপুর
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিএনপির নেতা আদিল হাসান নাসিম, (মানু মাষ্টার) এর উদ্যোগে ও নিজ অর্থায়নে গরীব অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার খাসিমারা পুটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপি অস্থায়ী কার্যালয়ের সামনে গরীর অসহায়, দুঃস্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়কও মেলান্দহ-মাদারগঞ্জের প্রাণ প্রিয় নেতা জননেতা মোস্তাফিজুর রহমান বাবুলের সার্বিক দিক নির্দেশনায়-১০০ জন নারী, পুরুষের মাঝে এই শীত বস্ত্র হাতে তুলে দেন পুটিয়াপাড়া গ্রামের বাসিন্দা বিএনপির নেতা মো. আদিল হাসান নাসিম মানু মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির নেতা মো. লেবু মিয়া, যুবদল নেতা মাসুদ রানা, সাবেক ছাত্র নেতা রকিবুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।