ePaper

মাসিক ২০,০০০ টাকা কিস্তিতেও ডিপিএস খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে

ডেস্ক নিউজ

স্বল্প মেয়াদে একটু বেশি পরিমাণ অর্থ সঞ্চয় করতে চান এমন গ্রাহকরা এখন খুব সহজেই ২০,০০০ টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে বিকাশ অ্যাপ থেকে ডিপিএস খুলতে পারছেন ঢাকা ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্সে। যারা নিকট ভবিষ্যতে কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে চান তাদের জন্য বেশ কার্যকর ছয় মাস মেয়াদী এই ডিপিএস।

আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে আরও বৃহৎ জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে টেকসই করার লক্ষ্যেই বিকাশ তার প্ল্যাটফর্মে সংযুক্ত করে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিপিএস সেবা। এরই অংশ হিসেবে ছয় মাস মেয়াদী ‘সাপ্তাহিক’ ডিপিএস চালুর পর, এখন নিয়ে আসা হলো ছয় মাস মেয়াদী ‘মাসিক’ ডিপিএস সেবা।

ঝামেলাহীন ডিপিএস-সেবা গ্রহণের সুযোগ করে দিয়ে নাগরিকদের মধ্যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ২০২১ সালে দেশে প্রথমবারের মতো ডিজিটাল ডিপিএস নিয়ে আসে বিকাশ। বর্তমানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই গ্রাহকরা বিকাশ অ্যাপ থেকে ছয় মাস মেয়াদে ২,০০০ টাকা থেকে শুরু করে ২০,০০০ টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে ডিপিএস করতে পারছেন। উল্লেখ্য, বিকাশ অ্যাপের ডিপিএস সেবায় আস্থা রেখে গ্রাহকরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখন পর্যন্ত খুলেছেন ৪০ লাখের বেশি ডিপিএস।

বিকাশ অ্যাপে ২০,০০০ টাকা মাসিক কিস্তিতে ডিপিএস খোলার পদ্ধতি :

নতুন ডিপিএস খুলতে বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ রেখে অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে ট্যাপ করে ‘নতুন সেভিংস খুলুন’-এ ক্লিক করতে হবে। সেভিংসের ধরন থেকে ‘সাধারণ সেভিংস’ বেছে নিয়ে এবং সেভিংসের মেয়াদ ৬ মাস বাছাই করে প্রতি মাসে যে পরিমাণ টাকা জমাতে ইচ্ছুক তা (২০০০, ৫০০০, ১০০০০, বা ২০০০০ টাকা) নির্বাচন করতে হবে। পরের ধাপে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের তালিকা থেকে পছন্দ অনুযায়ী আইডিএলসি ফাইন্যান্স অথবা ঢাকা ব্যাংক নির্বাচন করতে হবে।

এরপর নমিনি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিপিএসের বিস্তারিত দেখে এবং নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে, বুঝে সম্মতি দিতে হবে। সবশেষে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখলেই ডিপিএসের আবেদন সম্পন্ন হয়ে যাবে এবং বিকাশ ও ব্যাংক থেকে চলে আসবে নিশ্চিতকরণ ম্যাসেজ। উল্লেখ্য, বিকাশ অ্যাপ থেকে যেকোনো গ্রাহক খুলতে পারেন একাধিক ডিপিএস।

প্রতি মাসের নির্দিষ্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে ডিপিএসের টাকা কেটে নেওয়া হয়। ডিপিএসের মেয়াদপূর্ণ হয়ে যাওয়ার পর ইন্টারেস্টসহ মূল টাকা চলে আসে বিকাশ অ্যাকাউন্টে, যা কোনো খরচ ছাড়াই ক্যাশ আউট করা যায়। এদিকে, জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তীর আগেই সেভিংস সেবা বন্ধ করতে চাইলে গ্রাহক তা অ্যাপ থেকেই করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *