ePaper

মালানের সঙ্গে কী হয়েছিল তামিমের? অধিনায়কের ব্যাখ্যায় সব স্পষ্ট

মালানের সঙ্গে কী হয়েছিল তামিমের; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন তামিম ইকবালের প্রতিক্রিয়া নিয়ে আলোচনার মুহূর্ত
মালানের সঙ্গে কী হয়েছিল তামিমের; চিটাগং কিংসের বিপক্ষে রানআউট নিয়ে ভুল বোঝাবুঝির পর তামিম ও মালানের প্রতিক্রিয়া

মালানের সঙ্গে কী হয়েছিল তামিমের? রোববার চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচে মাঠে তামিম ইকবালের একটি প্রতিক্রিয়া নিয়ে ভক্ত ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। ম্যাচ চলাকালীন তামিমের রানআউট এবং ডেভিড মালানের সঙ্গে একটি মূহূর্তকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। তবে তামিম নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করেছেন।

কী ঘটেছিল সেই মুহূর্তে?

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের চতুর্থ ওভারে ফরচুন বরিশালের ওপেনিং জুটি তামিম ইকবাল এবং ডেভিড মালানের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে রানআউট হন তামিম। রানআউট হওয়ার পর তামিম মালানের দিকে তাকিয়ে হতাশা প্রকাশ করেন, যা টিভি ক্যামেরায় ধরা পড়ে। একই সময়ে মালানকেও হাতের ইশারায় কিছু বলতে দেখা যায়। এই দৃশ্য থেকেই অনেকে ধারণা করেন, তামিম ও মালানের মধ্যে হয়তো কোনো বিবাদ হয়েছে।

তামিমের ব্যাখ্যা

তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুক পোস্টে এই ঘটনা পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। তিনি লেখেন,
“অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কি না। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!”

তিনি আরও লেখেন, “মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রানআউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি।”

বিতর্কের আসল কারণ

তামিম আরও জানান, মালানের প্রতিক্রিয়া মূলত চিটাগং কিংসের এক ফিল্ডারের সঙ্গে ছিল। তামিমের মতে, “কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!”

সমর্থকদের উদ্দেশ্যে বার্তা

তামিম তার পোস্টে ভক্তদের উদ্দেশ্যে বলেন, “টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে

তামিমের এই ব্যাখ্যার পর বিষয়টি নিয়ে জল্পনা কিছুটা কমতে শুরু করেছে। তবে সাম্প্রতিক সময়ে তার আচরণ নিয়ে সমালোচনার প্রেক্ষিতে এই ঘটনাটি আবারও তার ক্যারিয়ার নিয়ে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

গুরুত্বপূর্ণ ট্যাগস

মালানের সঙ্গে কী হয়েছিল তামিমের, তামিম ইকবাল, ডেভিড মালান, ফরচুন বরিশাল, চিটাগং কিংস, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্রিকেট লাইভ নিউজ, মাঠে বিতর্ক, BPL ২০২৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *