ePaper

মালাইকাকে কিশোরের বিশ্রী অঙ্গভঙ্গি, কী হয়েছিল জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক  

কিছুদিন আগে বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। একটি নাচের রিয়েলিটি শোয়ে রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন তিনি। মঞ্চে এক ১৬ বছরের কিশোর প্রতিযোগী মালাইকাকে দেখে সে মাত্রাতিরিক্ত উৎসাহী হয়ে যায়।সেই কিশোর নাচতে নাচতে মালাইকার উদ্দেশ্যে চুম্বন ছুড়ে দেয়। জানতে চান, ‘চোখের ইশারা করে’। সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন নায়িকা। রাগে অগ্নিশর্মা হয়ে ক্যামেরার সামনে বকাবকি শুরু করে দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও কিশোরের এমন আচরণ নিয়ে সমালোচনা করেন।কী কারণে তিনি এতদিন সে দিন অত রেগে গিয়েছিলেন মালাইকা- তা নিয়ে শুক্রবার (২১ মার্চ) মুখ খুললেন এ অভিনেত্রী। এদিন এক গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিচ্ছিলেন ‘হিপহপ ইন্ডিয়া’র দ্বিতীয় সিজনের বিচারক মালাইকা। তার ভাষ্য, ‘আমরাও নাচকে জীবন্ত করতে অভিনয় করি। উড়ন্ত চুম্বন দিই। চোখের ইশারাও করি। কিন্তু সে দিন ছেলেটি একটু বেশিই করছিল। মাত্র ১৬ বছরের এক কিশোরকে কি এই আচরণ মানায়?’তিনি আরও বলেন, ‘শুরু থেকেই কিশোরের হাবভাব অন্যরকম ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সে আমার চোখে চোখ রেখে নেচেছে। সঙ্গে নিন্দনীয় অঙ্গভঙ্গি। যা মালাইকাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই কিশোরের পারফর্ম্যান্স শেষ হতেই তিনি তার মায়ের যোগাযোগ নম্বর জানতে চান। কিশোরের আচরণের সমালোচনা করেন।’সাক্ষাৎকারে অবশ্য প্রকৃত ঘটনা জানানোর পাশাপাশি প্রতিযোগীর প্রশংসাও করেন তিনি। জানান, কিশোরের নাচ নিখুঁত। সেখানে কোনো ফাঁকি নেই। সুযোগ পেলে ওই কিশোর আগামী দিনে অনেক বড় নৃত্যশিল্পী হবে-এমনটাও বলেন এ নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *