ePaper

মালয়েশিয়ার মালাক্কা হালাল পণ্য মেলায় অংশ নিলো ‘প্রাণ’

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। চার দিনব্যাপী এই মেলায় (১৬-১৯ অক্টোবর) খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি খাতে বিশ্বের ৮টি দেশের ৪০০টি বুথে পণ্য প্রদর্শিত হয়। রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী উতামা এবি রউফ বিন ইউসুহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের আঞ্চলিক ধর্মীয় মন্ত্রীদের প্রতিনিধিদলসহ অন্য সরকারি কর্মকর্তারা। মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভ্যালে অংশ নেয় বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এছাড়া বাংলাদেশি আরও কয়েকটি প্রতিষ্ঠানের খাদ্য ও পানীয়, তৈরি পোশাক, পাটজাত সামগ্রী, সিরামিকস, ওষুধ, চামড়াজাত ও প্লাস্টিক পণ্য প্রদর্শিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর মালাক্কার মুখ্যমন্ত্রী ও অন্য অতিথিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন। হাইকমিশনার ও তার সহধর্মিণী তাদের স্বাগত জানান এবং পণ্যের বৈশিষ্ট্য, রপ্তানি সম্ভাবনা ও হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কার সহযোগিতা কামনা করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ নানান উদ্যোগ নিয়েছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে কুয়ালালামপুর, মালাক্কাসহ অন্যান্য প্রদেশে বাংলাদেশের পণ্য পরিচিতি ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ ও রপ্তানি, বিনিয়োগ ও পর্যটন বিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশনকে সফল অংশগ্রহণের জন্য মেলার শেষ দিনে সনদপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হয়। বাংলাদেশি পণ্য ও সেবার বাজার সম্প্রসারণে হাইকমিশনের এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে বলে অনুষ্ঠান পৃষ্ঠপোষকরা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *