ePaper

মায়ের বিয়ের শাড়িতে চমকে দিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক

সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনও রঙিন ফুলেল আবহে, কখনও উজ্জ্বল হলুদে। তবে এবার এক ভিন্ন আবেগে ভক্তদের চমকে দিলেন তিনি; মায়ের বিয়ের শাড়ি পরে ধরা দিলেন নতুন রূপে।

ছবিগুলোতে জয়াকে দেখা গেছে নীল ও কমলা বর্ণের সোনালি কারুকাজের শাড়িতে, যেখানে ফুটে ওঠে রাজকীয় আবহ। গলায় ভারী গয়না, হাতে চুড়ি, কানে ঝুমকা; সব মিলিয়ে এক পরিপূর্ণ বাঙালি কনের সাজে। এছাড়াও তার মানানসই চুলের বাঁধন ও মৃদু মেকআপ যেন জয়াকে আরও অনন্য করে তোলে।

বুধবার সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে জয়া জানিয়ে দেন এই সাজ ও শাড়ির নেপথ্যে থাকা কিছু গল্প। জয়া লেখেন, ‘এই ছবিগুলোতে যে দুটি শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি। একটা বিয়ের, একটা বউভাতের। নানা চিন্তা, আলোচনা, আর ভালোবাসার প্রমাণ এই দুটি শাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর ভাঁজে জমে আছে মায়া, স্মৃতি, অজস্র গল্প।’অভিনেত্রী আরও লেখেন, ‘এই দুটি শাড়ি নিয়ে সেই শিশুকালেই বেলা থেকে বেনো হয়ে মায়ের আলমারি ঘেঁটে বের করতাম। মায়ের চোখ এড়িয়ে চুপি চুপি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াতাম… তখন ভাবতাম, আমিও একদিন মা হবো, আমারও এমন একটা শাড়ি থাকবে।’

এই পোস্টের সঙ্গে জয়া যোগ করেছেন তার মায়ের জন্য ভালোবাসা আর কৃতজ্ঞতার কথা। লিখেছেন, ‘আমার মায়ের শাড়ি, তার পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসার প্রতীক হয়ে আছে। মা, তোমার বিয়ের শাড়ি, বউভাতের শাড়ি, এই দুটি আমার কাছে অমূল্য সম্পদ।’জয়ার এমন আন্তরিক অভিব্যক্তি ও তার রূপ ও পোশাক-রুচির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, একজন মেয়ে মায়ের প্রতি এতটা ভালোবাসা কী সুন্দরভাবে প্রকাশ করতে পারে! আবার কেউ মন্তব্য করেছেন, জয়া মানেই এলিগ্যান্সের নতুন সংজ্ঞা।উল্লেখ্য, সদ্যই কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। এর কিছুদিন আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন। তবে, ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক; সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়া আহসানের উপস্থিতি সবসময়ই আলোচনায় থাকে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, নান্দনিকতা ও রুচির প্রতিফলনে বারবার নিজেকে আলাদা উচ্চতায় তুলে ধরেছেন জয়া আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *