হামিদুল্লাহ সরকার, নীলফামারী
নীলফামারীর জলঢাকায় মামলার বাদী ও তার পরিবারের লোকজনকে হত্যা সহ নানা ধরনের হুমকি দিচ্ছে বিবাদীরা। অভিযোগ পেয়ে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকা পাড়া (সবুজ পাড়া গ্রামের) মৃত আব্দুস সামাদের পুত্র মো. মহির উদ্দিন, মনছের আলীর বাড়িতে গেলে তারা জানান, আমারা এলাকার মোকবুল হোসেন ও আলমের নিকট ৪৮ শতক জমি ২০০৫ সালে ক্রয় করি এবং ওই সময় থেকে ভোগদখল করে আসছি। এরপর ঐ জমি থেকে ৭ শতক জমি আমরা ফজলুল হক সহ সাত জনের কাছে বিক্রয় করি। এরপর বাকি জমি আমরা চাষাবাদ করে আসছি। সমপ্রতি ওই জমির ব্যাপারে বিবাদ শুরু হলে বিবাদীরা স্থানীয় একটি সালিশি ডাকে সালিশি বৈঠকে তারা উত্তেজিত হয়ে আমাদের মারধর করতে উদ্যাতহ হলে আমারা ওখান থেকে সরে এসে কোর্টে মামলা করি। মামলার পর বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মনছের আলীকে ধান কাটতে বাধা দেয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহির, মনছের কে বেধড়কভাবে মারপিট শুরু করে। একই এলাকার হাশেম গংরা প্রায় ২৫/৩০ জন লোক মনছের ও মোহিরকে মারপিট করতে থাকলে তাদেরকে রক্ষার জন্য এগিয়ে যায় মোহাম্মদ রাব্বি, মুস্তফা, রিপন, মঞ্জুর ইসলাম, নূর মোহাম্মদ ও মাইদুল ইসলাম এ সময় তারা তাদেরকেও রক্তাক্ত জখম করে পরে স্থানীয়রা মনছের আলী, নূর মোহাম্মদ, মোহাম্মদ মাইদুল