কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী জেলা আদালত প্রাঙ্গণে এক মামলার বাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্রাণ বাঁচাতে বাদি দৌড়ে থানায় গিয়ে আশ্রয় নেন। রোববার বিকেলে জেলা জজ আদালতের বার অ্যাসোসিয়েশনের সামনে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মোহাম্মদ সাহাব উদ্দিন (৫২) সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (নম্বর-৭৩২) করেন। মোহাম্মদ সাহাব উদ্দিন উপজেলার চরএলাহী ইউনিয়নের ফয়েজ আহাম্মদের ছেলে। সাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিম তোতা (৪৪)-এর নেতৃত্বে ‘তোতা বাহিনীর’ সদস্যরা তাকে হত্যার চেষ্টা করে। তিনি আরো বলেন, আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ শাহাদত হোসেন এর পরামর্শে থানায় সাধারণ ডায়েরী করেছি। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে জিডি রুজু করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
