বাবুল আহমেদ, মানিকগঞ্জ
মানিকগঞ্জ পৌর এলাকার পৌলী নূর হোসেন স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন শনিবার বিকেলে পৌলী বাজার প্রাঙ্গঁণে শত শত লোকের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বান্দুটিয়া আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারের শুভ উদ্বোধন করেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা এর পরিচালক ডা. তারিক, জাগীর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. মেজবাউল হক মেজবা, বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ যাদু, একটি সমাজসেবী সংগঠন স্পন্দন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- স্পন্দন এর সাধারণ সম্পাদক, রূপালী ব্যাংক পিএলসি, ঝিটকা শাখার ম্যানেজার শামছুল হক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডা. কাজী আলমগীর হোসেন, পৌলী বুলবুল ক্লাবের সভাপতি মো. আওলাদ হোসেন, প্রভাষক মুহাম্মদ মশিউর রহমান, শিকদার শাহাদাত হোসেন, পৌলী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, এ্যাড. রেজাউল করিম রেজা, মো. হাফিজ উদ্দিন, মো. তমছের আলী, মো. রেজাউল করিম রেজা, মো. মেহেদী হাসান রুবেল প্রমুখ। বক্তারা বলেন লাইব্রেরী হলো জ্ঞানের পাঠশালা, এখানে কৃষকদের জন্য কৃষি পরামর্শ বই, বিজ্ঞান বিষয়ক বই, শিশুদের জন্য বই, ইসলামিক বই এবং সকল শ্রেণির পাঠ্য বই থাকবে। যুব সমাজ লাইব্রেরীর দিকে ধাবিত হলে একদিকে যেমন মেধাবী হবে, অপরদিকে মাদক থেকে বিরত থাকবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইফুর রহমান সোহাগ। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন পৌলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান নাদিমী।