বাবুল আহমেদ, মানিকগঞ্জ
শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন মানিকগঞ্জের কৃষকরা। বোরো ধান একসঙ্গে পেকে যাওয়ায় এবং বাইরে থেকে শ্রমিক না আসায় মাঠের ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন তারা। শ্রমিকের অভাবে ১৫শ টাকাতেও মজুর মিলছে না। এতে যেমন বাড়ছে খরচ, তেমনি আশঙ্কা দেখা দিয়েছে ফসল মাঠেই নষ্ট হওয়ার। দৌলতপুর উপজেলার রফিক কৃষক জানান, আগে ৬০০-৮০০ টাকা মজুরিতে শ্রমিক পাওয়া যেত, এখন ১৫০০ টাকাতেও মিলছে না। এতে এক বিঘা জমির ধান কাটতে ৭ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। একই সমস্যার কথা জানান গোপালনগরের ইয়াকুব হোসেন ও নয়াপাড়ার জয়নালও। তারা জানান, শ্রমিক না পেয়ে অনেকেই পরিবার নিয়ে মাঠে নেমেছেন। অন্যদিকে হারভেস্টার ভাড়া পেতে সিরিয়ালে বসে থাকতে হচ্ছে। যদি বৃষ্টি নামে, তাহলে ক্ষতির পরিমাণ হবে আরও ভয়াবহ। ধান কাটতে রংপুর থেকে আসা শ্রমিক আহমদ আলী বলেন, ‘ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খাটছি, দিনে এক হাজার থেকে ১৩০০ টাকা পাই। বাজারে খরচের সঙ্গে তাল মেলাতে না পারলে চলা কঠিন।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী জানান, ঈদের ছুটির কারণে শ্রমিকরা দেরিতে এসেছে, ফলে সংকট দেখা দিয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।